বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ভালুকায় জাতীয় শিক্ষা সপ্তাহে ১৩ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ১৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে উপজেলার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়।

উপজেলা পর্যায়ের ফলাফল বুধবার (১৭মে) ঘোষণা করা হয়।

ভালুকা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহে এ বছর হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে (৪র্থ বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (৯ম বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (৪র্থ বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শরীফা বেগম শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক (৪র্থ বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ হাসি আক্তার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের স্কাউট গ্রুপ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে।

শুধু তাই নয় অন্যান্য ইভেন্টেও চমক দেখিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জারি গান (ক গ্রুপ) ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা নাবিলা ও তার দল এবং জারি গান (খ গ্রুপ) মোছাঃ হাসি আক্তার ও তার দল। কবিতা আবৃত্তিতে ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা নাবিলা, একক বিতর্ক প্রতিযোগিতায় ৮ম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আমিন লিয়া, উচ্চাঙ্গ সঙ্গীতে ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা নাবিলা, উচ্চাঙ্গ নৃত্যে ৯ম শ্রেণির শিক্ষার্থী লাবিবা তাকিয়া ঐন্দ্রিলা এবং লোক নৃত্যে ৯ম শ্রেণির লাবিবা তাকিয়া ঐন্দ্রিলা সেরা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা বলেন, ‘আজকের এ সাফল্যে আমি অনেক আনন্দিত। আমি আমার বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য আমাকে আনন্দিত করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিসেও অনেক ভালো করছে। খেলাধুলায় বিভিন্ন ইভেন্টে প্রতিবছর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে জেলা পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়েও খেলছে। স্কাউটিংয়েও অনেক ভালো করছে। প্রতি বছর বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট’স স্কাউট পদক অর্জন করছে।”

তিনি আরও বলেন, ‘আমার এ প্রাপ্তি আমার ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীর। সকলের সহযোগিতার ফসল এ প্রাপ্তি। আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব কাজিম উদ্দিন আহমেদ মহোদয় শিক্ষা বান্ধব হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে। উনার অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি দিন দিন এগিয়ে যাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com