রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

ভালুকায় যানজট নিরসনে উপজেলা ও পুলিশ প্রশাসনের অভিযান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য ভালুকা বাসষ্ট্যান্ড এলাকার যৌথ অভিযানে নামে উপজেলা ও পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকার ফুটপাতের দোকানপাট উচ্ছেদ ও সড়কে যানবাহন পার্কিং নিষেধের নির্দেশ দেয়া হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রহমান, পরিবহন মালিক নেতা জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজকুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ জানান, অভিযানের সময় বাসষ্ট্যান্ড এলাকার ফুটপাতের দোকানপাট উচ্ছেদ, মহাসড়কে যানবাহন পার্কিং নিষেধ, সড়কের প্রবেশদ্বারে যানবাহন রেখে যাত্রী উঠানো বন্ধ ও সড়কে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com