শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

ভালুকায় মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের খিলবাড়ী পুকুরপাড় জামে মসজিদের ইউনিয়ন পরিষদের ১% প্রকল্প থেকে বরাদ্দকৃত দুই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ রেহেনা আক্তার রিতার বিরুদ্ধে। এ নিয়ে আলোচনা সমালোচনায় এলাকায় ব্যাপক তোলপাড় ও নিন্দার ঝর উঠেছে।

মসজিদ কমিটি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৫-০৫-২৩ তারিখে ন্যাশনাল ব্যাংক ভালুকা শাখার ২৮৪৪৩০৬ নং চেকের মাধ্যমে দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়, যা ওই মহিলা সদস্য ব্যাংক থেকে উত্তোলন করেন কিন্তু এখন পর্যন্ত মসজিদ কমিটিকে ঐ টাকা বুঝিয়ে দেননি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, গত ৫ মাস আগে ১০নং ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু মসজিদের উন্নয়নের জন্য মহিলা ইউপি সদস্য মোছাঃ রেহেনা আক্তার রিতার কাছে চেকের মাধ্যমে দুই লক্ষ টাকা দেন। আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে বারবার ওই মহিলা সদস্যের সাথে যোগাযোগ করলেও তিনি তারিখের পর তারিখ দিয়ে সময় ক্ষেপণ করছেন। এলাকার একাদিক ব্যক্তি নিন্দা জানিয়ে বলেন, শুনেছি রেহেনা মেম্বারের বিরুদ্ধে একাদিক প্রতিষ্ঠান থেকে সরকারি বেতন ভাতা উত্তোলনের অভিযোগ রয়েছে। এই মসজিদের টাকা আত্মসাৎ করেছে, যা অতি ঘৃনীত ও নিন্দা জনক, আমরা এলাকার সাধারণ মানুষ এহেন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যপারে মহিলা ইউপি সদস্য মোছাঃ রেহেনা আক্তার রিতা জানান, মসজিদের টাকা আত্মসাৎ করিনি মসজিদ কমিটির সাথে কথা হয়েছে বলেছি টাকা দিয়ে দিবো। হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু দেশের বাহিরে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com