রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় স্থানীয় বন বিভাগের নানারকম হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
শনিবার (৮ জুলাই) সকালে উপজেলার উথুরা ইউনিয়নে ‘চামিয়াদী গ্রামের সর্বস্তরের আপামর জনসাধারণ’ এর আয়োজনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষহাতে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওই এলাকায় একটা খুপরি ঘর অথবা টয়লেট করতেও বন বিভাগের অসাধু কর্মকর্তা বা কর্মচারীদের টাকা দিয়ে ম্যানেজ করে নিতে হয়। না হলে কাজ করতে না দিয়ে মামলা দেওয়া হয়। এসময় বক্তারা আওআর রেকর্ড কার্যকরের দাবি জানান।
এ বিষয়ে উথুরা বিট অফিসার রিয়াজ উদ্দিন বলেন, বন বিভাগের কউ যদি টাকার বিনিময়ে কাউকে সহায়তা করার খবর পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উথুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এহসাক আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আকবর, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস আলী, ওয়ার্ড বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহজাহান, বিল্লাল হোসেন, কাদের কিবরিয়া, শরীফ প্রমুখ।