সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ভালুকায় প্রশাসনের সুলভ মূল্যের বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

ভালুকায় প্রশাসনের সুলভ মূল্যের বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে বাজার চালু করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।

জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারী) রমজানের চতুর্থ দিন থেকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো হয় ওই বাজার। এই বাজারে অন্যান্য বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। এই বাজারে শত শত মানুষ ভিড় করছেন।

সরেজমিনে সুলভ মূল্যের বাজার ঘুরে দেখা যায়, ৭৫০ টাকার গরুর মাংস ভর্তুকি মূল্যে ৬০০ টাকায়, ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকায়, ৪৫ টাকার ডিম ৩৮ টাকায়, ৬০ টাকার লেবু ৪০ টাকায়, প্রতি লিটার দুধ ১১০ টাকার স্থলে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সুলভ মূল্যের বাজারের পণ্য কিনতে আসা ক্রেতা জয়নাল আবেদীন জানান, বাজারে দ্রব্য মূল্যের যে উর্ধ্বগতি এই সুলভ মূল্যের বাজারটি নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করলে আরো ভালো হত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সাধারণ মানুষের চাহিদা বাড়লে বাজারের পরিধি বাড়ানো হবে। কৃষি পণ্যগুলো সরাসরি কৃষকের কাছ থেকে নিয়ে আসা হয়েছে। তবে মাংস ও ডিম ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে, যা নিয়মিত করা সম্ভব নয়। সপ্তাহে দুইদিন চলবে এই বাজার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com