সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: জামালপুরে দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয়রা।
রবিবার (১১ জানুয়ারী) সকালে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই কর্মসুচির আয়োজন করা হয়।
নিহত জিহাদ (১৬) সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
গহেরপাড়ার সর্বস্তরের জনগণ ও নারিকেলী উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবরোধ চলাকালে নিহত জিহাদের মা তাহমিনা আক্তার শোভা, বাবা ফিরোজ মিয়া, বড় ভাই অনন্ত, চাচাতো ভাই সাকিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ৭ জানুয়ারী সন্ধ্যায় পূর্ব পরিকল্পিভাবে গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো: মুন্না (২০), সাইফুলের ছেলে মো: সাঈদ (১৮), মোকছেদের ছেলে আবুল কাশেম (৪৫) ও তাদের সহযোগীরা গহেরপাড়া এলাকার জামে মসিজদের পিছনে শিক্ষার্থী জিহাদকে মারধর ও ধারালো চাকু দিয়ে হত্যা করে। এই ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে সকল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অবরোধের কারণে মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়। অবরোধের খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, মামলার প্রধান আসামীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের আশ^াস দেন। এরপর প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেয়া হলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ জানুয়ারী সন্ধ্যায় গহেরপাড়া এলাকায় স্থানীয় ফিরোজ মিয়ার ছেলে জিহাদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জিহাদের বাবা ফিরোজ মিয়া মো: মুন্না (২০), মো: সাঈদ (১৮), আবুল কাশেম (৪৫) সহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।