মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

তীব্র শৈত্যপ্রবাহে কাপছে তেঁতুলিয়া, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: উত্তরের হিমেল বাতাসে তীব্র শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ জেলায় গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে, যার কারণে সড়ক ও মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। দিনমজুর, চা শ্রমিক, পাথর শ্রমিক ও খেটে খাওয়া মানুষরা শীতের কারণে নিয়মিত কাজে যেতে পারছেন না, ফলে তাদের দৈনন্দিন আয় কমেছে। অনেক পরিবার ঠিকমতো খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে।

এদিকে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, হিমেল বাতাস ও কনকনে ঠান্ডার কারণে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজকের তাপমাত্রা অনুযায়ী তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ বইছে, তবে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com