শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

ভালুকায় এমপি ওয়াহেদের বিরুদ্ধে অপপ্রচারে জনমনে ক্ষোভ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে একটি পত্রিকায় অপপ্রচার করে সংবাদ পরিবেশন করায় ভালুকার জনমনে প্রচন্ড ক্ষোভের জন্ম নিয়েছে। প্রকৃত তথ্য না দিয়ে এসব নিউজ না করার আহবান জানান ভালুকার সচেতনমহল।

আব্দুল ওয়াহেদ পাপুয়ানিউগিনির নাগরিক ও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে বিপুল সম্পদ গড়ার পাশাপাশি বিদেশেও সম্পদের পাহাড় গড়েছেন এমন সংবাদ প্রচার করায় তীব্র নিন্দা জানিয়েছেন ভালুকার সাংসদ আব্দুল ওয়াহেদ। এ সব ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন না করার আহবান জানান তিনি।

তিনি আরও জানান, আমি জন্ম সূত্রে আমার বাবা থেকে বিপুল পরিমান জমির মালিক। আমি ১৯৮৮ সালে পাপুয়ানিউগিনি গিয়ে ব্যবসা করে আমার সকল সম্পদ অর্জন করি। আমি আমার প্রতিষ্ঠানে এলাকা হতে অনেক ছেলেদের কর্মসংস্থানের সৃষ্টি করেছি। তারা সহ আমি বিপুল পরিমান বৈদেশিক রেমিট্যান্স এনে দেশের অনেক কাজ করছি। আমি আমার দেশ থেকে ১ টাকাও অবৈধ উপায়ে বিদেশে নিয়ে যাইনি। বরং আমি ওই দেশ থেকে আমার বৈধ ব্যবসার টাকা দেশে এনে অনেক মানুষের কর্মসংস্থান সহ বহু মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল-কলেজ প্রতিষ্ঠানে দান করেছি, এখনও করছি। অসহায় হাজার হাজার মানুষকে সহায়তা করছি। অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও গরীবদেরকে ঘর দিয়ে আসছি। এ সমস্ত টাকা আমার বিদেশে হালাল ব্যবসা করে এনেছি।

আমি গত ৭ই জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে ভালুকা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসাবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৫০ হাজারের বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত। বর্তমানে আমি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। ছাত্রলীগের রাজনীতি করে বিভিন্ন পদে আদিষ্ট হয়ে বর্তমানে এই পজিশনে আছি। বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার প্রেরণায় আমি রাজনীতি করি ও সমাজসেবায় জড়িত আছি।

আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কা নিয়ে কাজিমউদ্দিন আহম্মেদ ধনু পরাজয় মেনে নিতে কষ্ট হচ্ছে বিধায় বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে। বিভিন্ন আদালতে আমার নামে মিথ্যা মামলা করে আসছে। আমাকে পাপুয়ানিউগিনির নাগরিক বানানোর অপচেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে আদালতে মামলা চলমান বিচারাধীন আছে। সে বিভিন্ন কৌশলে আমাকে হেয়পতিপন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। ভালুকার সামান্য বিষয় নিয়ে অভিযোগ নিয়ে বিভিন্ন দফতরে দৌড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভালুকায় শান্তি প্রিয় মানুষ বর্তমানে অনেক শান্তিতে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি স্মার্ট ভালুকা গড়বো ইনশাআল্লাহ। সর্বপরী আমি ২মাস যাবত এমপি হয়েছি। আমি কোন দূর্নীতি করি নাই বা দূর্নীতির সাথে জরিত না। আমি এ সব নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি।

ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন জানান, এমপি ওয়াহেদ একজন ক্লীন ইমেজের স্বচ্ছল রাজনীতিবিদ। ভালুকায় তাঁর ব্যাপক অবদান আছে। তিনি পারিবারিকভাবে একজন সম্ভান্ত্র পরিবারের সন্তান। তাঁর বিদেশেও অনেক ব্যবসা আছে। আমরা যতটুকু জানি তিনি এই ব্যবসা থেকে বাংলাদেশে টাকা এনে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একজন সফল রেমিট্যান্স যোদ্ধা, রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী ও মানবদরদী মানুষ। তিনি ভালুকাকে এগিয়ে নিয়ে যাবেন এই আমাদের প্রত্যাশা। আমি তাঁর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com