শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

ভালুকাকে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত ঘোষণা করলেন নব-নির্বাচিত সাংসদ ওয়াহেদ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকাকে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত ঘোষণা করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদ। তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্টেটাসে ওই ঘোষণা দেন। একই সাথে তিনি ভালুকা দলিল লেখক সমিতিতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার আহবান জানান। পাশাপাশি, তিনি সকল প্রকার হিংসা প্রতিহিংসা পরিহার করে সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

এদিকে, ভালুকার বিভিন্ন সড়ক-মহাসড়কে চাঁদা উত্তোলন নিষিদ্ধ করার বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় সিএনজি, অটোসহ বিভিন্ন যানবাহনের চালকগণ স্বস্তি প্রকাশ করেন।

সাইফুল ইসলাম নামের এক অটোচালক জানান, ভালুকায় চলাচলকারী প্রত্যেক অটো চালককে পৌর কর ছাড়াও প্রতিদিন ৩০ টাকা করে চাঁদা দিতে হতো, চাঁদা ছাড়া গাড়ি চলতে দেওয়া হতো না। তাছাড়া, ভালুকার বিভিন্ন রোড ধরে যাতায়াতকারী মালবাহী গাড়ি থেকেও চাঁদা আদায় করা হতো। নবনির্বাচিত এমপির ঘোষনার পর আর চাঁদা দিতে হচ্ছে না। দেখা যাক এ ঘোষণা কয়দিন স্থায়ী হয়।

নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদ জানান, এখন থেকে ভালুকার বিভিন্ন সড়ক, মহাসড়ক ও বাসস্ট্যান্ড থেকে সকল প্রকার চাঁদা উঠানো নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তায়নের প্রথম পদক্ষেপ হিসাবে তিনি ভালুকা থেকে সকল প্রকার চাঁদা আদায় নিষেধ করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com