শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ভারতীয় পণ্য বর্জনের দাবিতে নবাবগঞ্জে বিএনপির সমাবেশ নিজস্ব প্রতিবেদক: ‘ভারতীয় পণ্য বর্জন, দেশীয় পণ্য কিনে হোন ধন্য’। এ শ্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির ডাকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় নবাবগঞ্জ কেন্দ্রী শহীদ মিনারে এসভা অনুষ্ঠিত হয়। এসময় ভারতীয় শাল ও শাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
ভারত বিরোধী প্রতিবাদ সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশের মানুষের জাতিগত শত্রু। ভারতের সব ধরনের পণ্য বর্জনের মাধ্যমে তাঁদের এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার মুখোশ উম্মোচন করতে হবে। কারণ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাঙ্গালী জাতির প্রতি অসম্মান করেছে। ছাত্র জনতার রক্তের দেনা শোধ করতে ভারতীয় পন্য বর্জনের মাধ্যমে তাঁদের আত্মার শান্তি দিতে হবে।

তিনি আরো বলেন, ভারত কখনো এ দেশের সাধারণ জনগণের বন্ধু ছিল না। তাঁরা তাঁদের স্বার্থ অর্জনের জন্য স্বৈরাচারী শেখ হাসিনাকে জোর করে ক্ষমতায় রাখতে চেষ্টা করেছে। ভারত তাঁদের ব্যবসায়িক ফায়দা লুটতে চেষ্টা করেছে। এসময় দেশীয় পণ্য শাড়ি কাপড়, শাল ও লুঙ্গি প্রদর্শন করে সকলকে তা কিনতে আহবান জানান তিনি ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাতি আজাদুল হাই পান্নু, বিএনপি নেতা এরশাদ আল মামুন, আব্দুস সালাম, খন্দকার আবু শফিক মাসুদ, দোহারের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ইয়ানুস আলী খান, মহসীণ আহমেদ তুষার, সেন্টু ভূইয়া, নারী নেত্রী ইয়াসমিন আক্তার, বিলকিস চৌধুরী, সম্পা আক্তার, শাহীনুর আলম, যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, মেহেদী হাসান তপু, ইসতিয়াক চৌধুরী প্রমুখ। সভা শেষে নেতাকর্মীরা ভারতীয় শাড়ি ও শালে আগুন দিয়ে প্রতিবাদ জানান।