বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: ভাঙ্গা উপজেলার পৌরসদরের ৮নং ওয়ার্ডের হোগলা-ডাঙ্গী সদরদী গ্রামের একটি পাটক্ষেত থেকে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় শনিবার ভিকটিমের মা মেরিনা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।
জানা যায়, শুক্রবার রাতে ওই গ্রামের একটি পাটক্ষেত থেকে থানা পুলিশ, ডিবি, সিআইডির যৌথ টীম রেখা আক্তার (১৩) নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধর্ষনের পর তাকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আজ দুপুরে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার দ্রুত ধর্ষনে জড়িতদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, শুক্রবার মেয়েটি তাদের বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বিকেলে এক কৃষক পাটের ক্ষেতের মধ্যে ওড়না দিয়ে মুখ বাধা বিবস্ত্র অবস্থায় মেয়েটির মরদেহ দেখতে পায়।