বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বায়রা নির্বাচনের অনুমতি দিল ইসি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) লোগো

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে এই নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারী) নির্বাচন কমিশনের মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে বায়রার ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com