রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:২২ অপরাহ্ন

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, ইউনিয়ন পরিষদ হলো সরকারের সবচেয়ে প্রাচীন ও তৃণমূলের প্রতিষ্ঠান। সময়ের সাথে সাথে প্রশাসনিক ব্যবস্থায় অনেক পরিবর্তন হলেও সেই শুরু থেকেই এখনও পর্যন্ত তৃণমূলের জন প্রতিনিধিত্ব শীল ইউনিয়ন পরিষদ টিকে আছে। সুতরাং সঠিক ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সরকারি কর্মসূচি বাস্তবায়ন ও জনসেবা করার এটি অন্যতম সুযোগ।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবানের রুমা ও আলীকদম উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ৭ চেয়ারম্যানের শপথ করানো কালে প্রধান অতিথির বক্তব্যে ইয়াছমিন পারভীন তিবরীজি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক বান্দরবানের রুমা উপজেলার ৪টি ও আলীকদম উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

বান্দরবানের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুলইসলাম মনু প্রমুখ। পরে জেলা প্রশাসকনব নির্বাচিত চেয়ারম্যানদের সফলতা কামনা করেন এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমান জানান, রুমা উপজেলার ৪টি ও আলীকদম উপজেলার ৪টিসহ মোট ৮ ইউনিয়নের নির্বাচন গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। আর ১৬ ডিসেম্বর ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম গ্যাজেট আকারে প্রকাশিত হয়। তবে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম গ্যাজেটে প্রকাশ না হওয়ায় তাঁর শপথ গ্রহণ হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com