সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

বাঘায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭, আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ২-০ গোলে আড়নি পৌরসভাকে পরাজিত করে বিজয়ী হয়েছে পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল দল। খেলার প্রথমার্ধে ১টি ও দ্বিতীয়ার্ধে ১টি গোল করেন পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল দলে উদীয়মান খেলোয়াড় স্বপন। খেলা পরিচালনা করেন,পরিচালক মমিনুল ইসলাম হিটলার। সহকারি পরিচালক আবু হেনা মোস্তফা জামান বাপ্পি ও হানিফ ইকবাল। ধারা ভাষ্যকর হিসেবে ছিলেন আব্দুল হানিফ মিঞা ও বিপ্লব কুমার রায়।
শনিবার বিকেল ৪টায় উপজেলা সদরে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্টিত হয়। উদ্বোধনী বক্তব্যর মধ্য দিয়ে বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা। বক্তব্যকালে তিনি বলেন দেশে খেলোয়াড় তৈরির জন্য এ খেলার উন্নয়নে প্রতিভা অন্বেষণের বিকল্প নেই। ফুটবলার তৈরি সূতিকাগার হিসেবে পৌর ও ইউনিয়নের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা হবে উপজেলা দল। তারা অংশগ্রহন করবে জেলায়। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় অংশগ্রহন করবে,উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন। শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব,ফুটবল একাডেমির অনুর্ধ্ব ১৭ বছর বয়সের খেলোয়াড়দের অংশগ্রহনে নকআউট পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন, আড়ানি পৌর মেয়র মুক্তার আলী, বাংলাদেশ আ’লীগ বাঘা উপজেলা কমিটির সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অফিসার ইনচার্জ রেজাউল হাসান, এ্যাডভোকেট আব্দুল হান্নান,ইউনিয়ন চেয়ারম্যান ফকরুল হাাসন বাবলু, শফিকুর রহমান,রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি শাহীদুজ্জামান শাহিদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান,ক্রীড়া সম্পাদক নাসিরুল ইসলাম বাচ্চু,স্কাউট সম্পাদক জাফর ইকবালসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্র্তা ও সাংবাদিক।##

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com