বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যেই নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যেই নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জাতীয় নির্বাচনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাসকে উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে নির্বাচন এ সময়ে সম্ভব না হলে সেটা এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে তিনি এ কথা বলেন। দীর্ঘ ১৪ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে, মানে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। কারণ এরপর কোরবানির ঈদ ও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা একটি মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করছি। যেখানেই ভোগান্তি সেখানেই আমরা ছুটে যেতে চেষ্টা করি। জনগণের দায়িত্ব যেমন আছে, ঠিক তেমনি গণমানুষের দল হিসেবে জামায়াতের দায়িত্ব সবচেয়ে বেশি মনে করি। তাই আমরাও চেষ্টা করি সাধ্যমতো দেশের কল্যাণে কাজ করতে।

নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা। বলেন, দেশের পারিবারিক ব্যবস্থার ওপর বড় আঘাত লাগবে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে। এই কোরআন বিরোধী কমিটিকে বাতিল করতে হবে। সরকারকে এরই মধ্যে সতর্ক করেছি আমরা। তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com