রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য বান্দরবানে দুস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণে ব্যাবস্থা গ্রহণ করেছে বান্দরবান জেলা প্রশাসন।
এ উপলক্ষে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে রোববার (২ জানুয়ারি) সকাল ১০টায় জেলার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের অডিটোরিয়ামে “শীতবস্ত্র বিতরণ” অনুষ্ঠানের আয়োজন হয়।
জেলা প্রশাসক, ইয়াসমিন পারভীন তিবরিজীর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমী), তাসনিম জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজি (বিপিএম), জেলা সিভিল সার্জেন ডাঃ অংসুইপ্রু মারমা, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাবরিনা আফরিন মোস্তফা, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ সহ পৌরসভার সকল ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর গন, জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য বান্দরবানে বিগত সময়েও প্রধানমন্ত্রীর উপহার প্রদান অব্যাহত ছিলো।
এই উপহার প্রত্তান্ত এলাকায় পৌছে গেছে, পার্বত্য জনপদের অসহায়, দুস্থ, শীতার্ত মানুষের দুঃখ দুর্দশার কথা মনে রেখে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছেন।
পার্বত্য মন্ত্রী পৌর ওয়ার্ড কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ওয়ার্ডে বসবাসকারী জনসাধারণের সুষ্ঠ তালিকা করে সাহায্য পাওয়ার যার অধিকার বেশি তেমন মানুষের হাতে এই সাহায্য পৌছে দিবেন। তিনি আরো বলেন, ব্যাক্তি উদ্যোগে অনেকেই দুস্থদের সহায়তর হাত বাড়িয়ে দিয়েছেন এছাড়াও শীতার্ত মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রেডক্রিসেন্ট সোসাইটি ও আরো অনেক সামাজিক সংগঠন। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর পক্ষ হতে সহযোগিতার ধারাও অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেন, বিগত সময়েও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী আমরা দুস্থ, অসহায়দের মাঝে পৌছে দিয়েছি। আজকে পার্বত্য অঞ্চলে বসবাসকারী দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র আপনাদের হাতে তুলে দেয়া হবে।
বর্তমান সরকার জনসাধারণের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে শিক্ষা সামগ্রী থেকে শুরু করে বাসস্থানের ব্যাবস্থা করে দিয়েছেন। তাই পরিবারের পিতা, মাতারা তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকারের সহায়তার সর্বোচ্চ সুবিধা গ্রহন করে ভবিষ্যৎ প্রজন্মকে একটি শিক্ষিত জাতি উপহার দিতে সাহায্য করবে।