শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফখরুল ও খসরু

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফখরুল ও খসরু

অনলাইন প্রতিবেদক:: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকাল ৩টার দিকে এই দুই নেতা বাসা থেকে বের হবেন।

ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন– ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলীয় একাধিক সূত্র জানায়, অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাও যেতে পারেন। তার পক্ষ থেকে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান যেতে পারেন প্রেয়ার ব্রেকফাস্টে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com