বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১২৮

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫ জনে। এ সময় নতুন করে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮১৩ জনে।

শুক্রবার (২৫ জুন) রাত ১১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষায় ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৫৪ জন, সুবর্ণচরে ৩ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ১৯ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ২ জন, সেনবাগে ৪ জন, কোম্পানীগঞ্জে ২৩ জন ও কবিরহাটে ১৩ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮১৩ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ১৫৬ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৬৫৭ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৩৫ জনের। যার মধ্যে সদরের ২৬ জন আর বিভিন্ন উপজেলার ১০৯ জন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আবারও সাত দিন বাড়িয়ে ২ জুলাই রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। এ সময় নতুন করে চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নকে লকডাউনের আওতায় আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com