বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

নোয়াখালীতে হামলায় আরও ১৩ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার ঘটনায় আরও ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতার ১২২ জন। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব তথ্য নিশ্চিত করেন এসপি শহীদুল ইসলাম।

এর আগে শনিবার (২৩ অক্টোবর) দিনভর বেগমগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন, আমরা মোট ১৩ জনকে গ্রেফতার করেছি। যাদের মধ্যে ৮ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

গ্রেফতাররা হলো চরজব্বর থানার আবু তাহের মিস্ত্রি বাড়ির আবু তাহেরের ছেলে ফরহাদ (২৬), চৌমুহনী পৌরসভার মৃত সাহাব উদ্দিনের ছেলে শামীম (২৭), জয়নাল আবেদিনের ছেলে রিপন (১৮), দুলাল (৪০), ছয়ানীর ইউনিয়নের দেলোয়ারের ছেলে জুয়েল (১৯), কামরুল হাসানের ছেলে আরাফাত হোসেন আবীর(১৮), হাজীপুর ইউনিয়নের নুরুল হক ভূঁইয়ার ছেলে রাজীব (২৪), তাজুল ইসলামের ছেলে কামাল (৪৫), আব্দুস সাত্তারের ছেলে শহীদ (৪৫), এতিম আলীর ছেলে হুমায়ুন(৬৩), আবুল কাশেমের ছেলে অরিন (২৫), মোস্তফার ছেলে রাজু (২৮) ও বাবলু মিয়ার ছেলে আলাউদ্দিন(৩৫)।

এসপি শহীদুল ইসলাম আরও বলেন, বেগমগঞ্জের চৌমুহনী পূজামণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলায় ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com