বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

নোয়াখালীতে করোনা শনাক্ত ২১ হাজার ছাড়াল

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ১ জনে। মোট শনাক্তের হার ১২ শতাংশ। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। তবে জেলার মোট মৃত্যুর সংখ্যা ২২৭ জন।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কোম্পানীগঞ্জে একজন ও কবিরহাটে একজন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছেন ২১ হাজার ১ জন। যার মধ্যে সদরে ৬ হাজার ৯৬৮ জন ও বিভিন্ন উপজেলার ১৪ হাজার ৩৩ জন রয়েছেন।

তিনি আরও জানান, এখনো জেলায় সংক্রমণের হার কমতির দিকে। একই সঙ্গে মারা যাওয়ার ঘটনাও কম ঘটছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২২৭ জনের। যার মধ্যে সদরের ৪১ জন আর বিভিন্ন উপজেলার ১৮৬ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com