বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

নোয়াখালীতে করোনা শনাক্তে রেকর্ড

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ২০০ জনে। এ সময় করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৭ জনে।

বুধবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ৯৮৪টি নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১০৫ জন, সুবর্ণচরে সাতজন, বেগমগঞ্জে ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিলে একজন, সেনবাগে ৩৫ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন এবং কবিরহাটে ১৯ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ২০০ জনের। যার মধ্যে সদরের ৬ হাজার ১৪৮ জন আর বিভিন্ন উপজেলার ১২ হাজার ৫২ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২০৭ জনের। এর মধ্যে সদরের ৩৬ জন আর বিভিন্ন উপজেলার ১৭১ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com