শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

নিজের গায়ে নিজে ইকজেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন নার্স

ঝিনাইদহ প্রতিনিধি॥ নিজের গায়ে নিজে ইকজেকশন পুশ করার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স চন্দনা রানী শর্মা (৫০)।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চন্দনা রানী শর্মা কালীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সুলতান আহম্মেদ।

হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, সিনিয়র স্টাফ নার্স চন্দনা রানী শর্মার সকালের শিফটে ডিউটি ছিল। বাড়ি থেকে হাসপাতালে এসে তিনি ডিউটিতে যোগদান করেন। এরপর তিনি অসুস্থ্য বোধ করলে নিজে গায়ে নিজে একটি এন্ট্রিবায়োটিক ইনজেকশন পুশ করেন। ইনজেকশন নেওয়ার কিছুক্ষণ পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নার্স চন্দনা রানী শর্মার স্বামী রতন বিশ্বাস জানান, তার স্ত্রী সকালে সুস্থই ছিল। তবে তিনি দীর্ঘদিন ধরে আর্থাইটিস ও এলার্জি জাতীয় রোগে ভুগছিলেন।

কর্তব্যরত ডাক্তার সুলতান আহম্মেদ বলেন, নার্স চন্দনার এ্যাজমা, আর্থাইটিসসহ বিভিন্ন রোগ ছিল। তার মৃত্যুটা ‘নেচারাল ডেথ’ বলে তিনি জানান। নিজের গায়ে নিজে ইনজেকশন পুশ করার বিষয়টি তিনি অস্বীকার করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুসাইন সাফায়াত একটি জরুরী সভায় থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com