মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

নভেম্বর মাসে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে চলতি নভেম্বর মাসে সাধারণত শীতের প্রকোপ তেমন দেখা যায় না। তবে এ মাসে শীতের আগমনী আমেজ অনুভূত হয়। গ্রামাঞ্চলে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় হালকা শীত পড়ে। কিন্তু শৈত্যপ্রবাহ খুব কম ঘটে। এবার এই নভেম্বরে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী এই শৈত্যপ্রবাহের জেরে মাসের শেষভাগে শীতের আমেজ আরও বাড়বে।

আবহাওয়া অফিস তিন মাসের (নভেম্বর-জানুয়ারি) পূর্বাভাসে এসব তথ্য জানায়।

পূর্বাভাস বলছে, নভেম্বরে চার থেকে সাতটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দু-তিনটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে। (৮-১০ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু, ৬-৮ ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ ধরা হয়।

আবহাওয়া অফিসের তথ্য মতে, নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

এছাড়া, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে বাড়তে পারে শীতের অনুভূতি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com