শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

দৌলতপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, দৌলতপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার আলী, উপজেলা স্কাউট সম্পাদক ও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম এবং দৌলতপুর দাখিল মাদ্রাসার সুপার মেহেদি হাসান।

এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মেধা ও মননের বিকাশে খেলাধুলা, সহশিক্ষা ও স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলা ও স্কাউটিং কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা।

আলোচনা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নাম ঘোষণা করা হয়। ঘোষিত শ্রেষ্ঠদের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে দৌলতপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে নির্বাচিত হয়েছে দৌলতপুর দাখিল মাদ্রাসা।

এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইয়াকুব আলী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান, শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন মেজবাহ উর রহমান এবং শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে পি এস এস মাধ্যমিক বিদ্যালয়।

পরে ক্রীড়া ও শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং শ্রেষ্ঠত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com