রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

দই খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ইফতারের পরে দোকান থেকে দই খাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (০৬ এপ্রিল) জেলার পাকুন্দিয়ার পুলেরঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইফতারের পরে দোকান থেকে দই আগে-পরে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলেরঘাট বাজার পার্শ্ববর্তী আদর্শ পাড়া এবং জুনাইল দুই গ্রামের লোকজনের মধ্যে তা ছড়িয়ে পড়ে। দুই গ্রামের লোকজনই দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির অর্ধ-শতাধিক পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে কয়েক মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com