সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকার কাছের দুটি উপজেলা দোহার ও নবাবগঞ্জ। অথচ দুটো উপজেলা বিগত ৫৪ বছরে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ২০ বছর ধরে তুলশীখালী ও মরিচা সেতুর টোল আদায় করেও একটি চক্রের ইশারায় আবারও টোল চালুর জন্য কয়েক দফা ইজারা আহ্বান করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন প্রাক্কালে তুলসীখালী সেতুর ঢালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যত্থানে এলাকাবাসী সেতু দুটিতে টোল আদায় বন্ধ করে দেয়। জনতা ভবিষ্যতেও টোল মুক্ত যাতায়াত করতে চান। বাংলাদেশ জামায়াতে ইসলামীও জনগণের এই দাবির সঙ্গে একমত রয়েছে। পূনরায় এই দুটি সেতুতে ইজারা চালু করলে ছাত্র-জনতা ও এলাকাবাসী প্রতিহত করবে বলে তিনি হুশিয়ারী দেন।
ব্যারিস্টার নজরুল বলেন, ২০০৫সালের ৫ অক্টোবর মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর উপর নির্মিত তুলশিখালী সেতু এবং ইছামতি নদীর উপর মরিচা (মহাকবি কায়কোবাদ) সেতুর উদ্বোধন করা হয়। সেদিন থেকেই টোল আদায় শুরু হয়। যদিও সেতু দু’টি মুন্সীগঞ্জে অবস্থিত। তবে সবচেয়ে বেশি যাতায়াত করে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জের মানুষ। প্রতিদিন এই সড়কে অন্তত লক্ষাধিক মানুষের চলাচল। সেতু নির্মাণ ব্যয়ের তুলনায় কয়েকগুণ বেশি টোল ইতিমধ্যে আদায় হয়ে গেছে।

তিনি বলেন, দোহার-নবাবগঞ্জের উন্নয়নে দাড়ি পাল্লায় ভোট দিলে মানুষও নিরাপদে থাকবে। জামায়াত কারো জমি দখল করে না। কারো কাছে থেকে চাঁদাও নেয় না। জমায়াত ইসলামী ক্ষমতায় গেলে সমাজ শান্ত ও নিরাপদ থাকবে। একটি দল ক্ষমতায় যাবার আগেই দেশে কি করছে আপনারা তা ভালো জানেন। এসময় সাবেক ছাত্রশিবিরি নেতা ও যুক্তরাজ্য এবং ইউরোপ জামায়াতের মুখপাত্র নজরুল ইসলাম একটি খোলা জিপে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দেন। কয়েকশত মোটরসাইকেল শোভাযাত্রাটি নবাবগঞ্জ হয়ে দোহারের সাইনপুকুর ফুলতলা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। এসময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।