শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ঢাকা-১ আসন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা-১ আসন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন(দোহার-নবাবগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার বিকেল ৪টায় সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ঢাকা-১ আসনের সহকারী রির্টানিং অফিসার দিলরুবা ইসলামের নিকট হতে মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা বিএনপির জেষ্ঠ্য সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম। এসময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, তুষার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপজেলা চত্বরে নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট ও গণভোটে সবাইকে অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে জয় করতে ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে। বিগত তিনটি নির্বাচনে এদেশের সাধারণ ভোটার ও তরুণ প্রজম্ম ভোট দিতে পারেনি। এবার সুযোগে এসেছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

উল্লেখ্য ঢাকা-১ আসনে এই প্রথম বিএনপি প্রার্থী আবু আশফাক ও মনোনয়ন সংগ্রহ করেছেন। সোমবার পর্যন্ত অন্য কোনো দলের বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেনি।

সহকারী রির্টানিং কর্মকর্তা বলেন, সবাইকে নির্বাচনের আচরণ বিধি মেনে চলতে হবে। আইন অমান্য করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম নিরবের নেতৃত্বে, উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক, সুমন খান, দোহার উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম ওসমান, সাধারণ সম্পাদক শিকদার আলমগীর, দোহার পৌরসভা ছাত্রদলের সভাপতি, সজীব মোল্লা ও সাধারণ সম্পাদক সিমান্ত বেপারী, ডিএন কলেজ ছাত্রদল নেতা মনির ইকবাল, সাজ্জাদ ইসলাম, মোঃ সুমন, মোন্না। জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি, সৌমিক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি, আক্কাস মাদবর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com