মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৬৯ জন। এ নিয়ে চলতি সপ্তাহে ২৪ জন মারা গেলেন।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু ড্যাশবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটিতে তিনজনের এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

মৃত রোগীদের মধ্যে নারী পাঁচজন এবং পুরুষ পাঁচজন। তাদের মধ্যে ২০ বছরের কমবয়সী চারজন। ৪০ বছরের বেশি বয়সী চারজন। হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯ জনের মধ্যে পাঁচ বছরের কমবয়সী শিশু রয়েছে ৫৮ জন।

এ নিয়ে চলতি সপ্তাহে ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হন চার হাজার ৪৭৯ জন ডেঙ্গু রোগী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com