শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদ ও পুনরায় সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (৪ জুলাই) সকালে শহরের পাগলাকানাই মোড় এলাকায় এ কর্মসূচী পালন করে ভূক্তভোগি নাগরিক সমাজ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, কয়েকদিন শহরের বাস টার্মিনাল থেকে হামদহ মোড় পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়কের কয়েকটি স্থান মেরামত করা হয়। যাতে ব্যায় ধরা হয় ৮৯ লাখ টাকা। মেরামতের ১ সপ্তাহের ব্যবধানে কোন কোন স্থানে বিটুমিন উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা।
সড়ক বিভাগের কর্মকর্তার যোগসাজসে ঠিকাদার সংস্কার কাজে অনিয়নম করেছেন বলে অভিযোগ করেন তারা।