শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এলাকায় ট্রাক্টরের চাপায় বদর উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাজার গোপালপুর সড়কের দূর্গাপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। সে মধুহাটী ইউনিয়নের মামুনশিয়া গ্রামের তরফ আলী মন্ডলের ছেলে।
গোপালপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নিরব হোসেন জানান, কবিরখালী গ্রামে বিশারতের পান বরজের কাজ শেষে বাড়ী ফিরছিলেন বদর উদ্দীন। পথে বাজার গোপালপুর সড়কের দূর্গাপুর নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক্টরটি তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।