শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি:: ‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্র ঝিনাইদহ ইউনিট এর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) ও ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি।

‘ট্রাফিক আইনের যথাযথ ব্যবহারই পারে সড়ক দুর্ঘটনা কমাতে’ এ বিষয়ের উপর প্রতিষ্ঠানের ৬ জন ছাত্রী বিতর্কে অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কানু গোপাল মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ঝিনাইদহে ইউনিটের ইনচার্জ আলমগীর হোসেন, নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, সহ-সাধারণ সম্পাদক ইসাহাক আলী, এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস। মডারেটর দ্বায়িত্বে ছিলেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম ও বিচারক ছিলেন ফারজানা টুম্পা, ফাতেমা খাতুন ও তাবিতা ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com