শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার রাতে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন,তৈয়ব আলী জোয়ার্দ্দার,সদস্য গোলাম সরওয়ার খান সউদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, জজকোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড বিকাশ কুমার ঘোষ, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ। অনুষ্ঠান পরিচালনা করে জেলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সরোয়ার জাহান বাদশা।
আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সজিব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিনের কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com