শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে প্রথম আলোর স্টাফ রিপোর্টার আজাদ রহমান এর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব।
এসময় প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, আজাদ রহমান এর নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।
পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এবং পুলিশ সুপার মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।