বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার।

মঙ্গলবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকূপা সার্কেল) তারেক আল মেহেদী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ, ডিএসবি ওসি মীর শরিফুল হক, ডিসি ওসি মীর শরিফুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় জেলা ৬ টি উপজেলা ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার হাসানুজ্জামান, পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কমিটির মাধ্যমে স্থানীয় শৃঙ্খলা রক্ষার উদ্যোগের পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। সেই সাথে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদাণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com