সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে রাস্তার পাশের থেকে এক নবজাতক ছেলে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে যশোর মহসড়কের তেতুলতলা বাজার পাশে মায়াধরপুর এলাকা থেকে ওই ছেলে নবজাতককে উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে একটি নবজাতক শিশুকে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বাচ্চাটি এখন ভালো আছে। আগ্রহী যে কেউ চাইলে বাচ্চাটির দ্বায়িত্ব নিতে পারেন বলে জানান ওসি।

এর আগে ১১ আগষ্ট সন্ধ্যা রাতে কালীগঞ্জ শহর থেকে মাথা ও হাত কাটা এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com