বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমান টুকু (৪০) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার ভোর রাতে থানার এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জের বহুল আলোচিত মাদক ব্যবসায়ী চাপালী গ্রামের রমজান আলী সরদারের ছেলে আব্দুর রহমান টুকুর বিরুদ্ধে ২০১৩ সালে মাদকদ্রব্য আইনে মামলা হয়। সে এলাকায় ফেন্সি টুকু নামে পরিচিত। আদালত ওই মামলায় ২০১৮ সালে তাকে যাবজ্জীবন কারাদ- প্রদান করে। রায় ঘোষণার পর থেকে মাদক স¤্রাট টুকু পালিয়ে ছিল। সোমবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে চাপালী গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
এছাড়া পুলিশ বিভিন্ন মামলার আরো তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হচ্ছে আড়পাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৫), বুজরুখমুন্দিয়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে আলী হোসেন (৩৫), উত্তর বেলাট দৌলতপুর গ্রামের ছমির বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস ওরফে জাফর (৩৬)। এদের বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার মোট ৪ আসামিকে গ্রেফতার করেছে। সকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।