বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ‘মাদককে না বলি, সুস্থ সামাজিক পরিবেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের গ্রীন এনভায়রনমেন্ট কনসার্স সেলের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
র্যালিটি শহর থেকে শুরু হয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর উপজেলা হয়ে মহেশপুর বীরশ্রেষ্ট হামিদুর রহমান কলেজে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী পথ নাটক।
৫০ কিলোমিটার এই র্যালিতে পলিটেকনিক ইন্সটিটিউটের ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও যানবাহনের দুষণমুক্ত ভ্রমণ এ আয়োজনের উদ্দেশ্য।