শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে প্রথম পর্যায়ের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার (১৪ জুলাই) সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: রাশেদা সলতানা, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ সুধিজনরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা শিশুদের ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ান। আজ শনিবার জেলার ৬ থেকে ১১ মাস বয়সের ২৮ হাজার ৩ শত ৫০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৩৩ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।