বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র হাতবোমাসহ ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, জেলার বিভিন্ন উপজেলায় সন্ত্রাস মাদক ও নাশকতা বিরোধী চলমান রয়েছে।
অভিযানের অংশ হিসেবে জেলার সদর উপজেলা থেকে ১৪ জন, শৈলকুপা থেকে ২৩ জন, হরিণাকুন্ড থেকে ৫জন, কালীগঞ্জ থেকে ৪টি হাত বোমাসহ ৮ জন, কোটচাঁদপুর থেকে ৫টি বোমাসহ ৫জন ও মহেশপুর থেকে ১২ জনসহ মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ শৈলকুপা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।