শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শুরু হয়েছে সপ্তাহব্যাপি ট্রাফিক সেবা সপ্তাহ। জেলা পুলিশের আয়োজনে এ উপলক্ষে রোববার সকালে শহরের মুজিব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে পুলিশ, রাজনীতিবিদ, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর প্রতি আহ্বান জানান। রোববার (৮ আগস্ট) থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ১১ আগষ্ট পর্যন্ত।