শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খোদেজা খাতুন, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল তারেক আল মেহেদী সহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন সরকারী সেবা প্রাপ্তি সকলের নাগরিক অধিকার। তাই সেবা দানের ক্ষেত্রে সকলকে আন্তরিক হতে হবে।