বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ঝিনাইদহে চলছে শ্রমিক ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের ৬ উপজেলায় শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘন্টার শ্রমিক ধর্মঘট সারা দেশের ন্যায় ঝিনাইদহে শুরু হয়েছে।

আজ রোববার সকাল ৬ টা থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে।

ফলে দুর পাল্লা, অভ্যন্তরীণ রুটসহ সকল রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল না করায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী যাত্রীরা। অনেকে আবার পায়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এদিকে শহরের প্রবেশ মুখ, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, বাইপাস সড়ক, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ইজিবাইক, নসিমন, করিমনসহ তিন চাকার যানবাহন চলাচলেও শ্রমিকরা বাঁধা সৃষ্টি করছে। বেশ কয়েজন যাত্রী বলেন, অনেকক্ষণ অফিসে যাওয়ার জন্য বসে আছি। কিন্তু কোন যানবাহন পাচ্ছি না। এতে আমাদের খুব সমস্যা হচ্ছে। সরকারের উচিত এ সমস্যার সমাধান করা।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান জানান, সংসদে যে সড়ক পরিবহন আইন পাস হয়েছে তা শ্রমিক পরিপন্থী। কোন শ্রমিক ঝুকি নিয়ে গাড়ি চালাতে চাচ্ছে না। তাই দুর্ঘটনার জরিমানা ৫ লাখ টাকা থেকে কমানো, মামলা জামিন যোগ্যকরণসহ ৮ দফা দাবিতে আমাদের এ কর্মবিরতি। আমরা চাই সরকার আমাদের দাবি দ্রুত মেনে নিবে। নইলে পরবর্তীতে ৯৬ ঘন্টা এমনকি অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে।

ঝিনাইদহ সদরসহ অন্য ৫টি উপজেলায়ও একই ভাবে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। এসব শহরে শ্রমিকরা ইজিবাইকসহ ৩ চাকার কোন ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছে না বলেও খবর পাওয়া গেছে। এছাড়া সকল বাস টার্মিনালে জড়ো করে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com