বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

শুক্রবার দিনগত রাত ও শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানায়, সকালে আরাপপুর বাসস্ট্যান্ডের খুচরা ব্যবসায়ী আল আমিন রাস্তা পার হচ্ছিল। এসময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ১ কিলোমিটার যাওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে পথচারী আরও জনকে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে আল আমিন মারা যায়। অপরজন আহত বৃদ্ধ আজিজকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

অপরদিকে, শুক্রবার দিনগত রাতে শহরের চুটলিয়া মোড় এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তবে তার পরিবারের দাবি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com