শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে আগমুন্দিয়া এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুলাই) সকাল ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি ট্রেনের ধাক্কা খেয়ে পড়ে মারা গেছে সেটি ময়নাতদন্ত শেষে জানা যাবে।
তিনি আরো জানান, ঘটনার তদন্তের খুলনা জিআরপি পুলিশকে লাশের বিষয়ে জানানো হয়েছে।