শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সিরাজুল ইসলাম আড়ুয়াকান্দি গ্রামের মৃত কাছার মন্ডলের ছেলে।
রোববার (১৫ জুলাই্) সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় সদর উপজেলার আড়ুয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিলেন সিরাজুল। ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক পার হওয়ার সময় তাকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।