বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

জামায়াত রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে না। তার অভিযোগ, নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে যারা ঘোরে, তারাই ধর্মকে ব্যবসার মতো ব্যবহার করে।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচন পেছানো দেশের জন্য বড় সংকট তৈরি করতে পারে। তার ভাষায়, ফেব্রুয়ারির নির্বাচন খুবই জরুরি। সামান্য নড়চড় হলেও দেশ গভীর সংকটে পড়বে। নির্বাচন পেছানো আমাদের কাম্য নয়।

ক্ষমতায় গেলে ‘ইনক্লুসিভ বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কোনো দলকে বাদ দিতে চাই না। দেশের ভবিষ্যৎ স্থিতিশীল করতে রাজনৈতিক বিরোধ মিটিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করতে চাই।’ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও সবার জন্য সমান বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, সুস্থতা-অসুস্থতা আল্লাহর হাতে। দেশবাসী তার জন্য দোয়া করছে। কিন্তু ব্যক্তিগত অসুস্থতার কারণে দেশের রাজনৈতিক গতি থমকে থাকা উচিত নয়।

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে বিদেশি কূটনীতিকদের শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, শঙ্কা আছে। আলাদা দিনে নির্বাচন হওয়াই ভালো।

দেশের স্বার্থে রাজনৈতিক শক্তিগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর স্বার্থে এখন সবার একসঙ্গে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com