সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
চিলমারীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার জাহিদ (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোড়গাছ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি নুর ই-এলাহী তুহিন(৫০), উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া(২৬) এবং আওয়ামীলীগ সদস্য জাকিউল ইসলাম(৩২)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশাহেদ খান জানান, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।