রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

চিকিৎসাধীন মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

চিকিৎসাধীন মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক:: যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ১০ দিন ধরে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার জন্য দোয়া চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেলে তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার লন্ডন সময় সন্ধ্যার পর অন্য দিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মাকে দেখতে যান তিনি। হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি।

তারেক রহমান বলেন, দেশবাসীর কাছেই এটাই বলব, সন্তান হিসেবে ওনার (খালেদা জিয়া) জন্য দোয়া চাই। এদিকে শুক্রবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়ার আয়োজন করা হয়।

অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, ম্যাডামের সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসকরা সমন্বিতভাবে ওনার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।

গত ৯ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার আগে ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়ে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন ৭৯ বছর বয়সি খালেদা জিয়া। ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। কিন্তু তৎকালীন সরকার তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়নি।

সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় লন্ডনে তিনি ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। সে বার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com