বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার কেরানীগঞ্জে একটি বিদেশী রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে তাঁদের কাছ থেকে অস্ত্র বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সাও জব্দ করা হয়।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- পলাশ গাজী (৩০) ও মো. সাব্বির (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার একটি আভিযানিক দল কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের হিজলা বিদ্যালয় সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় একটি বিদেশী রিভলবারসহ পলাশ ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য মোতাবেক অস্ত্র বহন ও ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার দুজন বিদেশী রিভলবারটি বিক্রির উদ্দেশ্যে কেরানীগঞ্জে এনেছিলেন। তাঁরা সন্ত্রাসী কার্যকলাপ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।