মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ মাদক মামলার আসামী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে ৯টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি রাজুকে ১৩৭ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি রাতে নাগেশ্বরী পৌরসভার পশ্চিম নাগেশ্বরী মৌজাস্হ বলদীটারী এলাকায় পূর্বের ৯ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি নাগেশ্বরীর বদিজমাপুর কানিপাড়া গ্রামের মোঃ রেজাউল করিম ওরফে রাজু (৪১)কে ১৩৭ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম। উক্ত মাদক কারবারির বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় ৯ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com